স্থানীয় সংবাদ

নড়াইল জেলা আ’লীগ সভাপতি অ্যাড: সুবাস চন্দ্র বোস কারাগারে

# নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার মামলায় #

নড়াইল প্রতিনিধি নড়াইলে বৈষম্যবিরোধী আন্দোলনে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তিনি নড়াইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট নড়াইল শহরের রাসেল সেতুর কাছে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণসহ ইট পাটকেল নিক্ষেপ করে। এ হামলায় বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মীরা আহত হন। এ ঘটনায় নড়াইল সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদি হয়ে নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা আ’লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০০/৫০০ জনের নামে মামলা হয়। এ মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস গত ৫ নভেম্বর উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। আদালত জামিন শুনানী শেষে ৪ সপ্তাহের মধ্যে নি¤œ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সে মোতাবেক বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। নড়াইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ উত্তম কুমার ঘোষ। নড়াইলের দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হক বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড: সুবাস চন্দ্র বোস নানাভাবে বিএনপি নেতা-কর্মীদের অত্যাচার নির্যাতন করেছেন। তিনি প্রকাশ্যে মিছিলে নেতৃত্ব দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা করিয়েছেন। তার জামিন না মঞ্জুর হয়েছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, প্রচলিত আইনে তার বিচার প্রক্রিয়া শেষ হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button