স্থানীয় সংবাদ

খুন, গুম ও দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই : মুহাদ্দিস আব্দুল খালেক

# তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন #

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারী আওয়ামী লীগের ইতিহাস আয়নাঘরের ইতিহাস, হত্যা-দুর্নীতির ইতিহাস। স্বৈরাচারী শেখ হাসিনার সরকার যে রাজাকার নামটি ব্যবহার করে মিথ্যা অভিযোগে, মিথ্যা মামলায় আমাদের দলের শীর্ষনেতাদের শহীদ করেছেন, সেই রাজাকার শব্দটি জাতীয় শ্লোগানে পরিণত হয়েছে। হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই স্বৈরাচার সরকার থেকে মুক্তি পেয়েছে দেশের মানুষ। আমরা পেয়েছি নতুন স্বাধীনতার স্বাদ। এই অর্জিত স্বাধীনতা আমাদের সমুন্নত রাখতে হবে। আমরা খুন, গুম ও দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই। তিনি বলেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনে আল্লাহর সন্তুষ্টি লাভের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
২২ নভেম্বর (শুক্রবার) সকালে খুলনা জেলার তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরষিদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা কমৃপরিষদ সদস্য অধ্যাপক স ম এনামুল হক।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসানের পরিচালনায় বক্তৃতা করেন বাংলাদেশ মজলিশুল মুফাসসিরিন খুলনা সভাপতি মাওলানা আব্দুস সালাম জাহেদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, জামায়াত নেতা মাস্টার আক্তার ফারুক, মাওলানা আব্দুর রকিব, মাওলানা শাহজাহান আলী, আব্দুস সামাদ লিটন, মাওলানা ইবাদুর রহমান, মাওলানা মিজানুর রহমান, আহসান হাবিব লোনা, মাওলানা সেখ হাফিজুর রহমান, হাফেজ রাইসুল আহনাফ প্রমূখ।
প্রধান অতিথি আরও বলেন, মানবসভ্যতা ও যুদ্ধবিধ্বস্ত পৃথিবীকে বাঁচাতে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণই একমাত্র পথ। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রিয় জন্মভূমির সবুজ ভূখন্ডে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি জামায়াত কর্মীদেরকে দাওয়াতি কাজের মাধ্যমে দেশের সর্বস্তরের জনগণকে কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button