যানজটের স্থায়ী দুর্ভোগ এড়াতে ময়লাপোতা মোড়ের সৌন্দর্যবর্ধন প্রকল্পের নকশা পরিবর্তন না করলে কঠোর কর্মসূচি

# খুলনা নাগরিক সমাজের মানববন্ধন ও সমাবেশে বক্তারা #
খবর বিজ্ঞপ্তি ঃ যানজটের স্থায়ী জনদুর্ভোগ এড়াতে খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র ময়লাপোতা মোড়ে নির্মিতব্য সৌন্দর্যবর্ধন প্রকল্পের নকশা পরিবর্তন করে বাস্তবতার আলোকে গ্রহণযোগ্য নকশা প্রণয়ন করে বাস্তবায়নের দাবীতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ শুক্রবার বেলা ১১টায় নগরীর ময়লাপোতা মোড়ে প্রকল্পস্থলে অনুষ্ঠিত হয়। সংগঠনটির পক্ষে সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত ও কর্মসূচির বিষয়ভিত্তিক বক্তৃতা করেন সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করে ও উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান সাংবাদিকনেতা এইচ এম আলাউদ্দিন, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন, কবি ও গবেষক সৈয়দ আলী হাকিম, উন্নয়ন সংগঠক বাকের আহমেদ, কবি নূরুন্নাহার হীরা, খ ম শাহীন হোসেন, অ্যাড. মেহেদী হাসান, কবি নাজমুল তারেক তুষার, সাংবাদিক মাশরুর মোর্শেদ, কামরুল ইসলাম প্রমুখ। এ সময়ে বক্তারা বলেন, খুলনা মহানগরীর সৌন্দর্যবর্ধন আমাদেরও প্রাণের দাবী। একটি পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন নগরী খুলনাবাসীর স্বপ্ন। কিন্তু সড়কের প্রশস্ততা কমিয়ে সংকুচিত করে কক্রিট দ্বারা সৌন্দর্যবর্ধন করে যানজট সৃষ্টি করা মোটেই কাম্য নয়। মহানগরীর ময়লাপোতা মোড়ে নির্মিতব্য সৌন্দর্যবর্ধন প্রকল্পের নকশায় সড়কের একেবারেই মধ্যবর্তী অঞ্চলের চতুর্দিকে সড়ক সংকুচিত করে প্রকল্পটি বাস্তবায়িত করা হচ্ছে। ব্যস্ততম এ এলাকায় ইতোপূর্বে অপরিকল্পিত স্থাপনা, সড়কের জায়গা দখল প্রভৃতি কারণে সড়ক সংকুচিত হওয়ায় প্রায়ই কমবেশি যানজট লেগে থাকে। অন্যদিকে পূর্ব থেকে এ স্থানে স্থাপিত স্তম্ভের কারণে সড়কের একটি অংশ অবরুদ্ধ করে রাখায় গল্লামারী থেকে পাওয়ার হাউস মোড় পর্যন্ত গৃহীত চার লেনের সড়কের গল্লামারী থেকে ময়লাপোতা পর্যন্ত কাজের আওতায় আসলেও ময়লাপোতা থেকে পাওয়ার হাউস পর্যন্ত অংশের সড়ক পূর্বের ন্যায়ই রয়ে গেছে। নগরীতে প্রতিদিনই জনসংখ্যা এবং যানবাহন বৃদ্ধি পাওয়ায় যখন সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা গ্রহণ করা উচিত তখন তার বিপরীতে সড়ক সংকোচননীতি গ্রহণ করা হয়েছে। বক্তারা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী এবং নকশাবিদদের পেশাগত জ্ঞান এবং দূরদর্শিতা সম্পর্কে প্রশ্ন তুলে বলেন, রাষ্ট্র তথা জনগণের অর্থে বেতন নিয়ে রাষ্ট্রের অর্থ খরচ করে এমন অবাস্তবসম্মত নকশা তৈরি করে তাদের যোগ্যতা ও দক্ষতা প্রশ্নবিদ্ধ করেছেন। বক্তারা বলেন, আগামী রোববারের মধ্যে নকশা পরিবর্তন করার সিদ্ধান্ত না নিলে এবং নির্মাণ কাজ বন্ধ করে সড়ক চলাচলের উপযোগী না করলে সোমবার নগর ভবন ঘেরাও করা হবে। এদিকে একই দাবিতে শনিবার বিকেল ৪টায় একই স্থানে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দ।