রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ টুর্নামেন্টে আলমগীর স্মৃতি পরিষদ বিজয়ী

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা গত ২২ নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ও বটিয়াঘাটা তরুন সংঘ। শেষ অবধি খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ১-০ গোলে বটিয়াঘাটা তরুন সংঘকে হারিয়ে ২য় দল হিসাবে ফাইনালে উঠার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন কামাল,নাজমুল ইসলাম,সুমন রাজু। খেলায় ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন ক্রীড়া সংগঠক মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলায় ম্যান দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইফুল্লাহ। খেলায় অতিথি হিসাবে ম্যান অব দা ম্যাচ পুরষ্কার বিতরন করেন ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ,আলতাফ হোসেন টিপু, ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, শেখ মাফতুম আহম্মেদ রাজা, সৈয়দ মাহমুদ আলী, আলম শেখ, মনির ঢালী, বাশির আহম্মেদ লালু, সৈয়দ নিয়ামত আলী, সাজ্জাদ সরদার প্রমূখ। আগামী ২৯ নভেম্বর বিকালে ফাইনালে মুখোমুখি হবে আলমগীর কবির স্মৃতি পরিষদ এবং নৈহাটী সান স্পোর্টি ক্লাব।