শরণখোলা উপজেলায় আ.লীগের সভাপতি- সম্পাদকসহ ৬১ জনের বিরুদ্ধে ৩ মামলা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ ৬১ জন নেতাকর্মীর নামে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। বিলম্বে প্রাপ্ত তথ্যানুযায়ী আদালতের নির্দেশে গত মঙ্গলবার রাতে শরণখোলা থানায় এ মামলা তিনটি নথিভুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন শরণখোলা থানার নবাগত ওসি মো. শহিদুল্লাহ। ওই মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর শরণখোলার বিভিন্ন স্থানে জামায়াত ইসলামী নেতাকর্মীদেরকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনায় উপজেলার রাজেশ্বর গ্রামের আবুল হাওলাদারের দায়ের করা মামলায় ৩২ জন, উত্তর সাউথখালী গ্রামের স্থানীয় জামাত নেতা আবু বকর সিদ্দিক তার উপর নির্যাতনের অভিযোগ তুলে ১৪ জন এবং রাজাপুর গ্রামের বাসিন্দা আবুল হাসান মুন্সী বাদী হয়ে ১৫ জনসহ তিন মামলায় মোট ৬১ জনকে আসামি করে মামলা করেন। এসব মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতাকর্মী ছাড়াও রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল ও আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষককেও আসামী করা হয়েছে। থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, আদালতের নির্দেশক্রমে এ মামলা তিনটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা আছে।