নগরীতে সালিশে ডেকে বাপ-ছেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে সালিষে ডেকে এনে বাপ সুমন ব্যাপাররী (৪৫) এবং ছেলে লাম ব্যাপারী (২০) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম রক্তক্ত জখম করেছেন প্রতিপক্ষরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সদর থানাধীন বাঘমারা সোনামনি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত বাপ ছেলে কে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন।
খুমেক হাসপাতালের সুত্র মতে, বাঘমারা ২য় লেন সোনামনি স্কুলে মুসকান নামে এক মেয়েকে বিরক্ত করে সুমন ব্যাপারী ও তার ছেলে লাম ব্যাপারী। বিষয়টি নিয়ে সালিশের জন্য মুনসুর শেখের পুত্র বাবুল ওই বাপ ছেলেকে ডেকে নিয়ে আসেন৷ এ সময় সালিশের নাম করে ডেকে আনার পর বাবুলের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ৬-৭ জন মিলে বাপ সুমন ব্যাপারী ও ছেলে লাম ব্যাপারীকে কিল, ঘুষি ও হাতুড়ি দিয়ে মেরে রক্তাক্ত জখম করেন৷ পরবর্তীতে তার বাড়ির আত্মীয়-স্বজন তাদেরকে তাৎক্ষণিক উদ্ধারপূর্বক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে রাত সাড়ে ৭টায় ১৯ঃ২০ ঘটিকায় সার্জারী -০২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে ভর্তি করেন । বর্তমানে তারা সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।