স্থানীয় সংবাদ
নগরীতে ১১০ পিস ইয়াবা ৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরীকে মাদকমুক্ত রাখতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ২৩ নভেম্বর দুপুরে নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকা থেকে মোঃ ইকবাল হোসেন (৫৫)নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাকে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে মহানগর গোয়েন্দা পুলিশ ২২ নভেম্বর রাতে খুলনা সদর থানাধীন হাজী মহসীন রোড থেকে মোঃ সোহাগ হোসেন (৩৬) নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাকে ১১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।