খুলনা জেলা আইনজীবী সমিতির বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা, গান, আবৃতি সহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির বাৎসরিক বনভোজন ২০২৪ গতকাল গিলাতলা ক্যান্টনমেন্ট পিকনিক স্পটে আইনজীবীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকেই খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ও বিজ্ঞ বিচারক মন্ডলী গিলাতলা জাহানাবাদ ক্যান্টনমেন্টে উপস্থিত হতে শুরু করে। আইনজীবী এবং বিচারক মহোদয়ের সকালের নাস্তা শেষে দিনভর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা, গান, আবৃতি ইত্যাদি পরিবেশন করে আনন্দ উল্লাস করেন আইনজীবী সমিতির সদস্যবৃন্দ। মধ্যাঙ্গভোজ শেষে বিকাল ৪টায় লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মাহমুদা খাতুন, মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শরীফ মোঃ হায়দার আলী, সিএমএম খুলনা, এডভোকেট আকরাম হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাখিবুল ইসলাম সহ খুলনা জজশীপের সকল বিচারকবৃন্দ এবং খুলনা জেলা আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ কোর্টের বিজ্ঞপিপি তৌহিদুর রহমান তুষার ও মহানগর দায়রা জজ আদালতের পিপি এ কে এম শহিদুল আলম সহ নবনিযুক্ত আইন কর্মকর্তাগণ। এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি মাসুদ হোসেন রনি, খুলনা বারের সভাপতি আব্দুল্লাহ হোসেন বাচ্চু ও সেক্রেটারি শেখ নুরুল হাসান রুবা সহ অন্যান্য আইনজীবী ছাড়াও এসময় উপস্থিত ছিলেন, সহকারী আইন কর্মকর্তা এডভোকেট শেখ কামাল হোসেন, এডভোকেট আবু ইউসুফ মোল্ল্যা ।