ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলঃ চূড়ান্ত পর্বের টিকিট পেল খুলনা বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার ঃ পড়ন্ত বিকেল। খুলনা জেলা স্টেডিয়ামে টানটান উত্তেজনা। কারা পাবে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা অঞ্চল থেকে চূড়ান্ত পর্বের টিকিট? খুলনা বিশ্ববিদ্যালয় ও নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সমর্থকেরা দুলছিলেন আশা নিরাশায়। ১-১ ড্র শেষে ম্যাচের ফল এসেছে টাইব্রেকারে। আর তাতে ৫-৪ গোলে জিতে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়।
এমন জয়ের পর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেতে ওঠেন আনন্দ-উচ্ছ্বাসে। দলকে অভিনন্দন জানিয়ে গ্যালারি থেকে শিক্ষার্থীরা সারাক্ষণই প্রেরণা দিয়ে গেছেন। অন্যদিকে হতাশায় ডুবেছে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়। খুব কাছে গিয়েও তারা পারল না চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে।
আগামী ৫ ডিসেম্বর ঢাকার ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ৮ দল নিয়ে শুরু হবে চূড়ান্ত পর্ব (কোয়ার্টার ফাইনাল)। খুলনা বিশ্ববিদ্যালয়সহ চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে আরও তিনটি দল। রাজশাহী অঞ্চল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম অঞ্চল থেকে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। বাকি চারটি দল ঠিক হবে ২৭ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠেই শুরু হওয়া ঢাকা অঞ্চল থেকে।