স্থানীয় সংবাদ
নগরীতে সোহাগ পরিবহণ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে সোহাগ পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো: সিরাজুল ইসলাম (১৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে পৌনে ৪টার দিকে নগরীর নুরনগর ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবক হরিনটানা এলাকার বাসিন্দা আব্দুল ওহাব এর পুত্র।
খুমেক হাসপাতালের সূত্র মতে, গতকাল বিকেলে পৌনে ৪টার দিকে সোনাডাঙ্গা থানাধীন নুরনগর ফায়ার সার্ভিসের সামনে সোহাগ পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে মোটরসাইকেলে পেছনে থাকা মো: সিরাজুল ইসলাম এর ওপর দিয়ে গাড়ি চাকা চলে যায়। স্থানীয় লোকজন দুর্ঘটনাটি দেখতে সোনাডাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজুলকে মৃত ঘোষনা করেন। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে আছে।