নগরীর সোনাডাঙ্গায় জোরপূর্বক দোকান ভাঙচুর ও দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার ঃ নগরীর সোনাডাঙ্গা থানাধীন শের-এ-বাংলা রোডের রাখাল হাজী বাড়ী এলাকায় দোকান ভাঙচুর ও জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দোকান মালিক কানিজ ফাতেমা। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঐ এলাকার মৃত, আব্দুল জালাল শেখের ছেলে চিহ্নিত সন্ত্রাসী মোঃ ইসমাইল শেখের নেতৃত্বে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত গত শনিবার বেলা ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকান মালিক কানিজ ফাতেমার দোকানের ভাড়াটিয়াকে জোর পূর্বক বাইরে বের করে দিয়ে দোকানের একটি শার্টার গেট খুলে নিয়ে যায় এবং দেয়াল ভেঙে বাঁশের সীমানা দেয়। কানিজ ফাতেমা আরো জানান, ইসমাইল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আওয়ামী লীগ সরকারের সময় ইসমাইলের অত্যাচারে এলাকার মানুষ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। ইসমাইলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিছু দিন আগে একটি ধর্ষণ মামলায় জেল থেকে বেরিয়ে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল। তার ভয়ে ২ সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন তিনি। তিনি আরো জানান, ইসমাইলের জমির সাথে তার জমির দাগের কোনো মিল না থাকলেও শুধুমাত্র ক্ষমতার প্রভাব খাটিয়ে দোকান দখলের পাঁয়তারা করছে। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের কাছে ইসমাইল জমির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং কানিজ ফাতেমার কাগজপত্র সঠিক থাকায় ওই জমির প্রকৃত মালিক কানিজ ফাতেমা। কিন্তু ইসমাইল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত হুমকি ধামকি ও দখলের পাঁয়তারা চালাচ্ছে। যে কারণে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী কানিজ ফাতেমা।