ইউনিলিভার বাংলাদেশের পণ্য উৎপাদন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলো বিএসটিআই
খবর বিজ্ঞপ্তি ঃ দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশের (ইউবিএল) চট্টগ্রামের কালুরঘাট ফ্যাক্টরি পরিদর্শন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর একটি পরিদর্শক দল। ফ্যাক্টরির উৎপাদন, প্যাকেজিং এবং মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন বিএসটিআই-এর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম, পরিচালক (সিএম) মোঃ নূরুল আমিন, পরিচালক (রসায়ন) গাজী মোঃ নুরুল ইসলাম, পরিচালক (প্রশাসন) প্রকৌঃ মোঃ নুরুল ইসলাম এবং পরিচালক (চট্টগ্রাম) মো. সাইফুল ইসলাম। পরিদর্শনকালে তারা অত্যাধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব উপায়ে পরিচালিত সুশৃঙ্খল উৎপাদন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। ইউনিলিভার বাংলাদেশের ফ্যাক্টরি পরিচালক সোমনাথ চৌগুলে এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্স হেড ও কোম্পানি সচিব মোঃ নাহারুল ইসলাম মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিএসটিআই প্রতিনিধিদল বলেন, প্রতিষ্ঠানটি গুণগত মান বজায় রাখতে এবং পরিবেশ সুরক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছে।