স্থানীয় সংবাদ

শ্রমিকদের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া যাবে না : আজিজুল ইসলাম ফারাজী

# সোনাডাঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজী বলেন, শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে শ্রমিকদের দুর্দশা লাঘব করা যাবে। মেহনতি শ্রমিকদের জন্য শ্রমিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হতেই হবে। শ্রমিকদের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া যাবে না। শ্রমিকদের মানবিক মর্যাদা ও পূর্ণ অধিকার আদায়ে আমরা সদা সজাগ থাকব। তিনি বলেন, সরকার-রাষ্ট্র শ্রমিকদের মূল্য দেয় না। যার ফলে শ্রমিকেরা আজকে বঞ্চিত হচ্ছে। শ্রমিকেরা অধিকার হারা হচ্ছে। শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে মালিকদের দালাল শ্রমিকনেতারা। এসব দালালদের চিহ্নিত করতে হবে। আজকে শ্রমিকেরা অনাহারে-অর্ধাহারে থেকে কাজ করে। কিন্তু তাদের মানবিক মর্যাদা নেই। তাদের বেতন-ভাতা ঠিকমতো দেওয়া হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।’
রোববার (২৪ নভেম্বর) দুপুরে সোনাডাঙ্গা থানার ২০ নং ওয়ার্ড এর শেখ পাড়ায় বিভিন্ন পেশার শ্রমিকদের নিয়ে সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সোনাডাঙ্গা থানা সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি গাজী গোলাম মোস্তফার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাডাঙ্গা থানার আমীর জি এম শহিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান, সিরাজুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মঞ্জুর কাদের পাটওয়ারী, মাওলানা আব্দুল কুদ্দুস, নুরুল হক, আবুল হোসেন, শামীম, শহিদুল ইসলাম, চাঁন মিয়া, জাহাঙ্গীর, রিপন, মাসুম খন্দকার, আজিবর, রমজান, সোলাইমান, আশরাফ, নুরুল আলম প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন, শ্রমিকেরা কাজ করে জীবন বাঁচানোর জন্য। শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের জন্য কাজ না করে আজ বিষফোড়া হয়ে গেছে। আজকে শ্রমিকদের প্রতারিত করা হচ্ছে। এ ধারা বন্ধ করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হওয়ার বিকল্প নাই।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button