স্থানীয় সংবাদ
দাকোপে সাংবাদিকদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতবিনিময়

দাকোপ প্রতিনিধি ঃ দাকোপে সাংবাদিকদের সাথে রাজশাহী বিশ^বিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২৫ ব্যাচে অধ্যায়ন রত ক্ষেত্র সমীক্ষায় ২০২৪ অংশ গ্রহনকারী প্রথম বর্ষের দ্বিতীয় সেমিষ্টারের ৫৬ জন শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চালনা কলেজে অবস্থানরত রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুন্দরবন কেন্দ্রীক এ সমীক্ষা চলবে। রবিবার সন্ধ্যা ৬টায় চালনা কলেজের হল রুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়ের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অসুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক অনুপম হীরা মন্ডল, রতন কুমার, চালনা এম এম কলেজের অধ্যাপক দুলাল রায়, দাকোপ প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাংবাদিক শচীন্দ্র নাথ মন্ডল, বিধান চন্দ্র ঘোষ, মোঃ মামুনুর রশীদ, সোহাগ আহমেদ,পারুল বেগম প্রমুখ।