স্থানীয় সংবাদ
রূপান্তরের আয়োজনে খুলনায় পুলিশ রিফর্ম বিষয়ক নাগরিক পরামর্শ সভা আজ

খবর বিজ্ঞপ্তি ঃ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার কর্মসূচীর উদ্যোগের মধ্যে অন্যতম, বাংলাদেশ পুলিশ বাহিনী সংস্কার। এই কাজে সহযোগিতা করতে সুন্দরবন অঞ্চলের বিভিন্ন পেশা ও সম্প্রদায়ের নাগরিকদের অভিমত ও সুপারিশ সংগ্রহ এবং লিপিবদ্ধ করতে এক পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সভাটি খুলনা মহানগরীর শিববাড়ী মোড়স্থ হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এই পরামর্শ সভার আয়োজন করেছে। এই পরামর্শ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। বিশেষ অতিথি থাকবেন খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিপুল শাহরিয়ার এবং খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল।