স্থানীয় সংবাদ

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাই’র তিনদিন ব্যাপী বাৎসরিক মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইসলামী মহাসম্মেলন চরমোনাই এর ঐতিহাসিক অগ্রাহয়ণের বাৎসরিক মাহফিল। আগামীকাল বুধবার ২৭ নভেম্বর বাদ জোহর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হবে মাহফিলের আনুষ্ঠানিকতা। এর আগেই আল্লাহ আল্লাহ জিকিরে মুখরিত হবে কীর্তনখোলা তীরস্থ চরমোনাই ময়দান। ২৭, ২৮ ও ২৯ নভেম্বর তিনদিনব্যাপী বাৎসরিক মাহফিল ৩০ নভেম্বর শনিবার সকালে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তিনদিনের এ মাহফিলে প্রথমদিন বাদ জোহর ব্যতিত প্রতিদিন সকাল-সন্ধায় মোট সাতটি মূল বয়ান হয়ে থাকে। এরমধ্যে দ্বিতীয় দিন সন্ধা এবং এব তৃতীয় দিন সকালে দুটি বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। উদ্বোধনী ও আখেরী বয়ানসহ মোট পাঁচটি বয়ান করবেন মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। ইতোমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে মাহফিল বাস্তবায়নের প্রধান নির্বাহী মুফতী সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বলেন, ফাল্গুনের মাহফিলে গতবছর থেকে পূর্ণ ৬টি মাঠ নিয়ে বড় পরিসরে হলেও অগ্রহায়ণের মাহফিল কিছুটা ছোট পরিসরে হয়ে থাকে। এবছর মূল মাদরাসার মাঠসহ দুইটি মাঠ মাহফিলে আগত মুসুল্লিদের জন্য প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে প্যান্ডেলের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আছে। মাইক-লাইট প্রায় সেট হয়ে গেছে। সামিয়ানার কাজ কিছু বাকী আছে মাহফিল শুরুর আগেই শেষ হয়ে যাবে। মাহফিলের দ্বিতীয় দিন সারাদেশ আগত স্কুল-কলেজ, মাদরাসার ছাত্রদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র সমাবেশ এবং তৃতীয় দিন সকাল ১০টায় ইসলামী আন্দোলনের আয়োজনে ওলামা সমাবেশ হবে। এছাড়াও প্রতিবছরের ন্যায় যুব সমাবেশ ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। মাহফিলে আমীর-নায়েবে আমীরুল মুজাহিদীন ছাড়াও জোহরের পর থেকে রাত ১১টা পর্যন্ত চরমোনাই তরিকার বিভিন্ন খলিফা ও দেশ-বিদেশ থেকে আগত অলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ বয়ান করে থাকেন। এছাড়াও প্রতিদিন সকালে সবকটি মাঠে খুটি ভিত্তিক হালকায় মুসুল্লিদের নামাজ, কেরাত ও মাসআলা মাসায়েলের প্রাষ্টিক্যাল তালিম দেয়া হয়। উল্লেখ্য, প্রতি বছর বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে অগ্রহায়ণের ১২,১৩,১৪ ইংরেজী ২৭,২৮, ২৯ নভেম্বর ও ফাল্গুণের ১২,১৩,১৪ ইংরেজী ২৪,২৫,২৬ ফেব্রুয়ারিতে দুটি মাহফিলে হয়। এবছরের অগ্রহায়ণের মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার ২৭ নভেম্বর।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button