খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও হত্যার হুমকির প্রতিবাদে শিববাড়ি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতি খুলনা শাখা। বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে হাজার খানেক লোক উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার নগরীর সোনাডাঙ্গা এলাকায় ক্লাসিক বোর্ড সেন্টারে অস্ত্র ঠেকিয়ে হামলা ও ডাকাতি করে চিহ্নিত সন্ত্রাসী হাড্ডি সাগর ও তার অনুসারী অন্তত ৬ জন। বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতির খুলনার সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, খুলনায় বোর্ড ব্যবসায় অতি পরিচিত নাম মোঃ শহিদ খান তার ব্যবসা প্রতিষ্ঠানে গত বুধবার প্রকাশ্য দিবালকে হামলা ভাংচুর ও ডাকাতির ঘটনা ঘটেছে। যা আমাদের সারাদেশের ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে ভাবিয়ে তুলেছে। আমরা অবিলম্বে মোঃ শহীদ খান এর হামলাকারীদের গ্রেপ্তার ও ফার্নিচার ব্যবসায়ীদের নিরাপত্তা দাবি করছি। মানব বন্ধনে বাংলাদেশ ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোসাদ্দেক হানিফ, সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন, সহ-সভাপতি মোঃ সাফায়েত হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।