খালিশপুরে কলেজ ছাত্র হাসিব হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ফাহিম গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খালিশপুর থানা পুলিশ কলেজ ছাত্র হাসিব হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদ-াদেশপ্রাপ্ত আসামি মোঃ ফাহিম ওরফে কালা ফাহিমকে (২১) গ্রেফতার করেছে। সে খালিশপুর ২৬নং হাউজিং নতুন কলোনীর বঙ্গবাসী এন/এইচ-৪৪-এর বাসিন্দা শাকিলের ছেলে। ২৫ নভেম্বর দুপুরে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে খালিশপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে খালিশপুর মুহসিন কলেজের মেধাবী ছাত্র হাসিবুর রহমান নিয়াজ হত্যার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। উল্লেখ্য, গত ২০২০ সালের ১৯ আগস্ট মাদক বিক্রির প্রতিবাদ করায় ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের মোড়ে দুর্বৃত্তদের হাতে খুন হয় কলেজ ছাত্র হাসিব। এ ঘটনায় নিহতের পিতা মিল শ্রমিক হাবিবুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত গত ২২ অক্টোবর ২১ আসামীর যাবজ্জীবন সাজা দেয়। এ সময় গ্রেফতারকৃত ফাহিম আদালত এলাকা থেকে পালিয়ে যায়। নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেফতারের পর সোমবারই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে খালিশপুর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান। তিনি বলেন, তার বিরুদ্ধে দু’টি মামলায় ওয়ারেন্ট ছিল। এছাড়া হাসিব হত্যা মামলায় পলাতক ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।