নিউ বসুন্ধরার গ্রাহকদের আমানত ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ কোম্পানিতে রিসিভার নিয়োগ করে হাজার হাজার সদস্যদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা গ্ৰহণের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় খুলনা প্রেসক্লাবে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড এর গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন, আমরা খুলনা জেলার অধিবাসী, আমাদের পার্শ্ববর্তী জেলা বাগেরহাট মিঠাপুকুর পাড় কে আলি রোডস্থ আঃ মান্নান তালুকদার নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে কোম্পানি খুলিয়া ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত মর্মে কোরআন হাদিসের কথা বলে খুলনার কিছু আলেমদের সামনে রেখে, লভ্যাংশের ৫০ শতাংশ মুনাফা প্রদান, চটকদার বিজ্ঞাপন,পর্যায়ক্রমে এজাক্স জুটমিল ক্রয় এবং এর উদ্বোধন দেখিয়ে প্রায় তিন হাজার চারশো সদস্যর কাছ থেকে ৮১ কোটি টাকা বিনিয়োগ নেয়। কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদার বর্তমান দুদকের দায়েরকৃত মানি লন্ডারিং মামলায় জেলহাজতে আছে। সদস্যদের বিনিয়োগকৃত অর্থের দ্বারা ক্রয়কৃত সম্পত্তি কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদারের মাতা, স্ত্রী, সন্তান, শ্যালক, ভাইসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দ্বিধায় বিক্রিয় করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং এখনো নিচ্ছে, এমডি ও তার আতœীয় স্বজনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণে এখন আমরা হতাশ, আমরা আমাদের মূলধন হারানোর শঙ্কায় এখন দিশেহারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্যদের পক্ষে মিজানুর রহমান গাজী।