স্থানীয় সংবাদ
আরপিও ট্রেনিং সেন্টার এন্ড লেডিস পার্লারের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি : ২৫ শে নভেম্বর সোমবার সময় বিকেলে আরপিও ট্রেনিং সেন্টার এন্ড লেডিস পার্লার ২৬৩/১, শের-এ-বাংলা রোড শাখার উদ্বোধন করা হয়। উক্ত উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, হাসনাহেনা (উপ পরিচালক) মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা। বিশেষ অথিতী হিসাবে উপস্থিত ছিলেন, চিস্তিমুস্তারি বানু অপ্সরা বিউটি পার্লার, খুলনা আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উম্মে সাকিবুর নাহার বিনতে সারোয়ার, সভাপতিত্ব করেন মোঃ জয়নাল আবেদীন বাবলু, নির্বাহী পরিচালক, আরপিও ফাউন্ডেশন এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।