স্থানীয় সংবাদ

৩ ডিসেম্বর থেকে মহানগরীর অন্তর্গত থানা বিএনপির সম্মেলন শুরু

# মহানগর বিএনপির যৌথ সভায় সিদ্ধান্ত #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির অর্ন্তগত ৫থানা বিএনপির সম্মেলনের তারিখ পরিবর্তন হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) রাতে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও থানা কমিটির আহবায়ক/ সদস্য সচিবদের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভার শুরুতে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় সকল নেতৃবৃন্দসহ খুলনাবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বেগম রেহেনা ঈসা, এড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, থানা বিএনপি’র শেখ জাহিদুল ইসলাম, কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে পুর্বের নির্ধারিত পরিবর্তন করে আগামী ০৩ ডিসেম্বর দৌলতপুর, ৪ ডিসেম্বর খানজাহান আলী, ৭ ডিসেম্বর খালিশপুর, ৯ ডিসেম্বর সোনাডাঙ্গা ও ১০ ডিসেম্বর খুলনা সদর থানা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সভা থেকে ৭১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি ২৫, ২৬ এবং ২৭ শে নভেম্বর যাচাই বাছাই করে কমিটি অনুমোদনের সিদ্ধান্ত হয়। যুগ্ম আহ্বায়ক যথাক্রমে স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া ও শেখ সাদীকে যাচাই বাছাই কমিটির দায়িত্ব প্রদান করা হয়। সভা থেকে ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের কেউই থানা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে অংশগ্রহন করতে পারবে না। যদি কেউ অংশগ্রহন করেন তাকে অবশ্যই বর্তমান পদ থেকে পদত্যাগ করতে হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
সভা থেকে আজ ২৬ শে নভেম্বর দুপুর ১২টায় খুলনা সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগের অবহেলায় নগরজুড়ে ডেঙ্গুজ¦র মহামারী আকার ধারন করায়, ট্রাফিক বিভাগের উদাসিনতায় নগরজুড়ে যানজটের তীব্র আকার ধারন করায়, খুলনা জেলা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্র-ছাত্রীদের ডেঙ্গুজ¦র বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষে ছাত্রদল ও ড্যাবের প্রচারাভিযান কার্যক্রম অবহিতকরণ প্রসঙ্গে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button