স্থানীয় সংবাদ
খুলনা পুলিশ সুপারের পুলিশ ক্যাম্প পরিদর্শন
দিঘলিয়া প্রতিনিধি ঃ গতকাল মঙ্গলবার খুলনা জেলা পুলিশ সুপার টি,এম, মোশাররফ হোসেন দিঘলিয়া থানা’র সেনহাটি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন। পুলিশ সুপার ক্যাম্পে পৌছালে পুলিশ সদস্যরা তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পের কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন করেন এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার ক্যাম্পের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি সকল অফিসার-ফোর্সকে প্রফেশনালিজম, ডিসিপ্লিন, রুলস-রেগুলেশন্স যথাযথভাবে অনুসরণের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।