স্থানীয় সংবাদ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা : আটক ৩

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে গোপালগঞ্জে বের করা বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ভাঙ্গারহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন তার অনুসারীরা। এ সময় ভাঙ্গারহাট বাজারে পুলিশের একটি টহল গাড়িতে হামলা চালান তারা। এরপর ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়। তাদের কোটালীপাড়া থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইসকনের সমর্থকরা। মিছিলটি ভাঙ্গারহাট বাজারে এলে পুলিশের একটি টহল গাড়ি তাদের সামনে পড়ে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গাড়িতে হামলা চালান তারা। পরে ঘটনাস্থল থেকে তিন হামলাকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। নাশকতা এড়ানোর জন্য কোটালীপাড়া পুলিশ অতিরিক্ত টহল গাড়ি এবং কর্মতৎপরতা বাড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button