ময়লাপোতা মোড়ের বিতর্কিত প্রকল্পের বিষয়ে ৪ ডিসেম্বর কেসিসির সভা আহবান
স্টাফ রিপোর্টার : নগরীর গুরুত্বপূর্ণ ময়লাপোতা মোড়-সড়ক সংকুচিত করে সৌন্দর্য বর্ধনের নামে পতিত আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে করা নকশার নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৪ ডিসেম্বর সভা আহবান করেছে কেসিসি। প্রকল্পের পরিচালক ও খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলে এ বিষয়ে সবপক্ষকে নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আন্দোলনকারী-নগরবাসী, খুবি-কুয়েটের সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী, কেএমপির প্রতিনিধিসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সকলের মতামতের ওপর ভিত্তি করেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে কথিত ফ্যাসিবাদচেতনায় নৌকার আদলে করা নকশায় সৌন্দর্য বন্ধনের নামে নগরীর গুরুত্বপূর্ণ ময়লাপোতা মোড়-সড়ক সংকুচিত করার কাজ শুরু হয়। ফলে যানজট এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করতে শুরু করে সেখানে। সারাক্ষণই লেগে থাকছে যানজট। এ কারণে নকশার পরিবর্তনের দাবিতে নগরীতে ছাত্র-জনতা তীব্র আন্দোলন শুরু করে। নকশা পরিবর্তনের দাবিতে তারা কেসিসি ঘেরাও’র হুঁশিয়ারি দেন। কিন্তু ছাত্র-জনতার দাবীকে উপেক্ষা করে অতিরিক্ত শ্রমিক লাগিয়ে রাত-দিন তড়িঘড়ি করে দ্রুত এর নির্মাণ কাজ সম্পন্ন করার অপচেষ্টায় লিপ্ত হন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে প্রবাহে সচিত্র প্রতিবেদন প্রকাশ এবং আন্দোলনের মুখে ২৪ নভেম্বর থেকে কাজ বন্ধ করে কেসিসি। বিতর্কিত ও কথিত উন্নয়ন প্রকল্পটি বাতিল করে সড়ক উন্মুক্ত রেখে নতুন প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছেন নগরবাসী।