স্থানীয় সংবাদ

বাগেরহাটে ছাত্র আন্দোলনের নিহত ৬ পরিবারকে অনুদান দিলেন সাবেক এমপি এম এ এইচ সেলিম

আজাদুল হক, বাগেরহাট ঃ বাগেরহাটের বিএনপির রাজনীতিতে নতুন মোড়। বাগেরহাট-২ (কচুয়া ও সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিমকে মঙ্গলবার বিকেলে ব্যাপক আয়োজনে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলামের আহবানে বাগেরহাট বাসীর ব্যানারে শহরের খানজাহান আলী মাজার মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল মাবুদের সভাপতিত্বে এ সবংর্বনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত নেতা এম এ এইচ সেলিম। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, শেখ মাহবুর রহমান টুটুল, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শিকদার নুরুল আমিন, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সিয়াম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এম এ এইচ সেলিম বলেন, বাগেরহাট বাসীর চাওয়ায় আমি সংসদ সদস্য হলে বাগেরহাটে একটি মেডিকেল কলেজ করব। সে লক্ষ্যে স্টেডিয়ামের পাশে জমি ক্রয় করা রয়েছে। কচুয়ার গোয়ালমাঠ এলাকায় থাকা মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করব। এছাড়া বাগেরহাটবাসীর উন্নয়নে আমার আরও নানা পরিকল্পনা রয়েছে, সংসদ সদস্য হলে সেগুলো বাস্তবায়ন করা হবে। এ সমাবেশ থেকে এমএ এইচ সেলিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটে নিহত ৬ ছাত্র পরিবারকে এক লক্ষ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন । যা বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে এসব পরিবারের কাছে এই টাকার চেক হস্তান্তর করা হবে বলে জানান। জেলা বিএনপির সাবেক সভাপতি এমএএইচ সেলিম দীর্ঘ ১৮ বছর পর বাগেরহাটে এসে জন সমাবেশ করায় এখানের ঢিমে তালে চলা বিএনপির রাজনীতিতে নতুন মোড় নিয়েছে বলে ইতোমধ্যে চনশ্রুতি উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button