কেএমপি ডিবির অভিযানে ৮০ লিটার দেশী তৈরি চোলাই মদসহ আটক ৫

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ডিবির অভিযানে ৮০ লিটার দেশী তৈরির চোলাই মদ সহ ৫ জনকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মো: ইব্রাহিম শেখ (৩৮), হালিম হাওলাদার (৩৭), মো: আলমগীর হোসেন (৪৫), প্রদীপ সাহা (৪৭) এবং তপন ঢালী (৩৮)। রোববার রাতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন স্টেশন রোড সংলগ্ন বার্মাশিল এলাকা থেকে তাদেরকে আটক করেছেন। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য দেশী তৈরি চোলাই মদ সেবন এবং ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে।
কেএমপি ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি মো: তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে নগরীর গোবরচাকা গাবতলার মোড় ভাজাওয়ালা গলি এলাকার বাসিন্দা মৃত সাগর আলীর পুত্র মো: ইব্রাহিম শেখ, একই এলাকার গাবতলার মোড় খালাসীর বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল রাজ্জাক হাওলাদারের পুত্র হালিম হাওলাদার, নগরীর রেলওয়ে কলোনী এলাকার বাসিন্দা মৃত মো: মোশারফ হোসেনের পুত্র মো: আলমগীর হোসেন, খুলনা প্রেসক্লাবের পেছরে ঘাট সাহেবের বাড়ির ভাড়াটিয়া জীবন লাল এর পুত্র প্রদীপ সাহা এবং ডুমুুরিয়া উপজেলা হাজীবুনিয়া প্রাইমারী স্কুলের পাশের বাসিন্দা মৃত অভিমান্য ঢালীর পুত্র তপন ঢালী।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য দেশী তৈরি চোলাই মদ সেবন এবং ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। গ্রেফতারকৃত এক নাম্বার আসামী মোঃ ইব্রাহিম শেখ (৩৮) এর বিরুদ্ধে ৪ টি মাদকের মামলা, দুই নাম্বার আসামী হালিম হাওলাদার (৩৭) এর বিরুদ্ধে ৪ টি মামলা, চার নাম্বার আসামী প্রদীপ সাহা (৪৭) এর বিরুদ্ধে একটি মিামলা এবং পাচ নাম্বার আসামী তপন ঢালী (৩৮) এর বিরুদ্ধে ইতোপূর্বে দুটি টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।