খুলনার তেরখাদায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

# শিক্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন #
তেরখাদা প্রতিনিধি ঃ খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা খড়বড়িয়া খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা দাখিল মাদরাসার ৪র্থ শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঐ প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ আলাউদ্দিন শিকদার’কে স্থায়ী ভাবে চাকুরিচ্যুত ও দৃষ্টান্তমূলক শান্তির দাবীতে ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে মাদরাসা ও শেখপুরা বাজারে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
মানবন্ধনে বক্তারা জানান, ঐ শিক্ষক ইতিপূর্বে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করেছেন।মাদরাসার এক ছাত্রীকে বিয়ে করে তালাক দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমন চরিত্রহীন ব্যক্তিকে অতিদ্রত চাকরীচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য গত বুধবার উপজেলার শেখপুরা খড়বড়িয়া খাদিজাতুল কুবরা (রা) মহিলা দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ক্লাস নেওয়ার সময় নানাভাবে যৌন হয়রানির অভিযোগ ওঠে শিক্ষক আলাউদ্দিন শিকদারের বিরুদ্ধে।
ভুক্তভোগী ঐ শিক্ষার্থী মাদরাসা থেকে বাড়ি ফিরে তার মাকে ঘটনার কথা খুলে বলে। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে গত ২১ নভেম্বর তেরখাদা থানায় ঐ শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার নং: ১০।
মামলায় অভিযুক্ত শিক্ষক আলাউদ্দিন কে ইতোমধ্যেই তেরখাদা থানা পুলিশ গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করেছেন বলে জানা যায়।