স্থানীয় সংবাদ
দিঘলিয়া থানা পুলিশের হারানো মোবাইল উদ্ধারে সফলতা

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া থানা পুলিশের উপজেলা জনপদের মানুষের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস প্রচেষ্টার পাশাপাশি আরো একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে সেটা হলো হারানো মোবাইলসহ বিকাশে হ্যাক হওয়া টাকা উদ্ধার। তারই ধারাবাহিকতায় দিঘলিয়া থানা পুলিশ সম্প্রতি কয়েকটা মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন। সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর দিক নির্দেশনা মোতাবেক দেশের প্রত্যন্ত এলাকা থেকে আধুনিক প্রযুক্তির সহযোগিতায় দিঘলিয়া থানার এস আই তারেকসহ কতিপয় অফিসার ও তৎসঙ্গীয় ফোর্স বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোবাইলগুলো প্রকৃত মালিককে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে। মোবাইল মালিকগণ তাদের হারানো মোবাইল ফেরত পেয়ে খুবই খুশি হয়েছেন।