স্থানীয় সংবাদ

তালায় কুলঙ্গার সন্তানের পিটুনিতে আহত সেই মা মারা গেছেন

তালা প্রতিনিধি ঃ তালার দোহার গ্রামে কুলাঙ্গার সন্তান কাশেম খাঁ ও তার স্ত্রী রোজিনা বেগমের পিটুনিতে গুরুতর আহত বৃদ্ধা মা ছবিজান বেগম অবশেষে মারা গেছেন। গত প্রায় প্রায় ১৫দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাতে তিনি মারা যান। এঘটনায় তালা থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টার মামলাটি নতুন করে হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে। জানাগেছে, উপজেলার দোহার গ্রামে জমি জোরদখল করার জন্য নরপশু কাশেম খাঁ তার আপন ভাই বিল্লালকে ১১ নভেম্বর মারপিট করে। এসময় তাদের বৃদ্ধা মাতা ছবিজান বেগম ছেলেকে উদ্ধারে এগিয়ে আসলে পুত্রবধু (কাশেমের স্ত্রী) রোজিনা বেগম তাকে গাছের সাথে বেঁধে ব্যপক মারপিট করে। একপর্যায়ে কুলাঙ্গার ছেলে কাশেম খাঁ এসে তার বৃদ্ধা মায়ের মাথায় লাঠি দিয়ে একাধিক বাড়ি মারা সহ গলা চেপে ধরে মাটিতে বারবার ফেলে দিয়ে আঘাত করে। এতে হতভাগ্য বৃদ্ধা মায়ের মস্তিস্কে রক্তক্ষরন সহ গলার হাড় ভেঙ্গে যায়।
উপজেলার দোহার গ্রামের মৃত আলীম উদ্দীন খাঁর পুত্র মো. বিল্লাল হোসেন বলেন, পৈত্রিক ভাবে প্রাপ্ত জমি স্থানীয় ভাবে বারবার সালিস করে ভাগবাটোয়ারার মাধ্যমে যে যার অংশ ভোগ দখল করছে। কিন্তু অপর ভাই কাশেম খাঁ তার স্ত্রী রোজিনা বেগম ও ছেলের শশুর (বিয়ায়) মুকুল এর উস্কানিতে সালিস অমান্য করে বারবার ভাইদের জমি জোর দখল সহ গাছপালা কেটে নেয়। এতে বাঁধা দিলে কাশেম খাঁ যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে অপর ভাইদের হয়রানী কেের আসছিল। গত ১১ নভেম্বর ওই জমি সংক্রান্ত বিরোধে কাশেম খাঁ ও তার স্ত্রী রোজিনা বেগম এবং তাদের বিয়ায় মুকুল আমাদের বাড়িতে ঢুকে আমাকে মরপিট করে। এসময় আমাদের বৃদ্ধা মা ছবিজান বেগম এগিয়ে আসলে ভাই কাশেম খাঁ, ভাবি রোজিনা বেগম মাকে বেধে ও গলা চেপে ধরে মাটিতে আছাড় দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। এঘটনায় মা ছবিজান বেগমকে আশংকাজনক অবস্থায় প্রথমে তালা হাসপাতালে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু গলার হাড় ভাঙ্গা এবং মস্তিস্কে রক্তক্ষরনের কারনে মায়ের বেঁচে থাকার সম্ভাবনা না থাকায় হাসপাতাল থেকে মাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বিগত ১০/১৫দিন মাতা ছবিজান বেগম নিজ বাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার রাতে মারা যান।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার এসআই মো. আহাদুজ্জামান জানান, মাকে মারপিটের ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় কাশেম খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও বিয়ায় মুকুলের বিরুদ্ধে মামলা (৮/২৪) দায়ের করলে সোমবার রোজিনা বেগমকে আটক করে জেলা হাযতে প্রেরন করা হয়। এরইমধ্যে মঙ্গলবার রাতে বৃদ্ধা ছবিজান বেগম মারা যাওয়ায় ওই মামলাটি হত্যা মামলা রুপান্তরিত করা হয়েছে। বুধবার সকালে বৃদ্ধার ছবিজানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button