স্থানীয় সংবাদ

খুলনা বিভাগের ৮ জেলায় একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১০৯ জন : মৃত্যু ১

# এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু ছাড়াল ৮ হাজার ৮৫৩ জন : মৃত্যু ২৭ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ৮ জেলায় ও দু’টি সরকারি হাসপাতালে মিলে একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১০৯ জন। এ সময়ে কোন যশোরে একজনের মৃত্যু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার ৯ জেলায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ১১৭ জন। এ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮ হাজার ৮৫৩ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় ( বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগের ৮ জেলায় ও দুটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১০৯ জন। এর মধ্যে যশোরে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এছাড়া গত একদিনে ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় সর্বোচ্চ ভর্তি হয়েছে ৫৬ জন। এছাড়া সাতক্ষীরায় ২ জন, যশোরে ৮ জন, ঝিনাইদহে ৩ জন, মাগুরায় ২ জন, নড়াইলে ১ জন, কুষ্টিয়ায় ১২ জন ও মেহেরপুরে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছাড়াল ৮ হাজার ৮৫৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ২৭ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১৩ জনের । এছাড়া খুলনায় ৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, যশোরে ৫ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ২ হাজার ৬৯১ জন, বাগেরহাটে ১০২ জন, সাতক্ষীরায় ২১৮ জন, যশোরে ১ হাজার ২০৬ জন, ঝিনাইদহ ৬০২ জন, মাগুরায় ২৭২ জন, নড়াইলে ৬৩৬ জন, কুষ্টিয়ায় ৯৯৮ জন. চুয়াড্ঙ্গাায় ২০২ জন, মেহেরপুরে ৬১৪ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২০২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৩৬ জন। রেফার্ড করা হয়েছে ১০৮ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালাদার জানান, গত একদিনে নতুন করে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৭ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১১০ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগী চিকিৎসা দেয়া হয়েছে ১১ জনকে। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ১৩ জনের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button