স্থানীয় সংবাদ

দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল

সাইফুল্লাহ তারেক ঃ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা এক মামলা থেকে অব্যাহতি পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন। জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ লাখ ৩০ হাজার ৪৭৩ টাকা অর্জন করে তা দখলে রাখার অভিযোগ তুলে ২০১৭ সালের ১২ এপ্রিল রমনা থানায় এই মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। তদন্ত শেষে এ বছরের ৩ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে দুদক। বুধবার দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক তাঁকে মামলার দায় হতে অব্যাহতি দেন। মিয়া গোলাম পরওয়ার এর আইনজীবী ঢাকা বারের অ্যাডহক কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button