বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে স্মরণসভা

# গণঅভ্যুত্থানে ঘটনাপ্রবাহ নিয়ে সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত #
খবর বিজ্ঞপ্তি ঃ ২৮ নভেম্বর সকাল ১০টায় দৌলতপুর কলেজ (দিবা-নৈশ), খুলনার আয়োজনে “বৈষম্যবিরোধী” আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণঅভ্যুত্থানে ঘটনাপ্রবাহ নিয়ে সংস্কৃতিক অনুষ্ঠান কলেজ অধ্যক্ষ এ.এস.এম. আনিসুর রহমানের সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জনাব এ্যাড. শেখ মাসুদ হোসেন রনি, বিশেষ অতিথি বিদ্যোৎসাহী সদস্য জনাব শেখ খয়বর রহমান, অনুষ্ঠান আহ্বায়ক অধ্যা. মো: শাহজাহান মোল্যা, অধ্যা. শেখ মো: মার্শাল টিটো হোসেন এবং ছাত্র প্রতিনিধি জুবায়ের হোসেন রাফি ও ছাত্র প্রতিনিধি জিএম রায়হান হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ জনাব মো: সদরুজ্জামান, অধ্যা. মো: আবুল কালাম আজাদ, অধ্যা. জনাব রোকসনা খানম, অধ্যা. জনাব তাপস কুমার রায়, অধ্যা. জনাব পাপিয়া আখতারসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন অধ্যা. মো: হাসিবুজ্জামান বাবু।