স্থানীয় সংবাদ

তেরখাদায় সম্প্রীতি সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল

তেরখাদা প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪নং সাচিয়াদহ ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল বিকেল ৪টায় ইন্দুহাটী এনসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাচিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আবুল বশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর পর ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে একটি সুন্দর, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ জিয়ার আদর্শ্যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুুলু, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কওসার আলী, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সদস্য সচিব এফএম হাবিবুর রহমান, বিএনপি নেতা মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, মাহাবুর রহমান, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক, মোল্যা আজিজুর রহমান গাউস, মোঃ মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, জেলা যুবদল নেতা এবাদুল হক রুবায়েত, খান মোস্তাক, এসকে নাসির আহমেদ, মোঃ সোহাগ মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ টগর, আসাবুর চৌধুরী, আমিনুর রহমান, শহিদুল ইসলাম, মেহেদী চৌধুরী, দিদার শেখ, তামিম, রাজু চৌধুরী, সাবু মোল্যা, ফেরদৌস হোসেন, কামাল লস্কার, আব্দুল হক শিকদার, মামুন শিকদার, ওয়াহাব শিকদার, আজিজ মোল্যা, কারিমুল, শাফায়েত লস্কার, শেখ ফরিদ আহমেদ, ইসাক, জামাল, তাবারেকসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠণের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাচিয়াদহ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খান গিয়াস উদ্দিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button