স্থানীয় সংবাদ

খালিশপুরে কলেজ ছাত্র হাসিব হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দু’ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুর থানা পুলিশ আলোচিত কলেজ ছাত্র হাসিব হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশপ্রাপ্ত দু’ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। খালিশপুর থানার হাসিব হত্যা মামলা নং-১৭, তারিখ-২০/০৮/২০২০খ্রিঃ, জিআর-১৮৮/২০২০(যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) ওয়ারেন্ট মূলে আসামী আরিফ ওরফে চোরা আরিফ (২৮) ও মোঃ মুন্নাকে (২২) গ্রেফতার করে। তারা মনির হাজি মসজিদের পাশে আবুল দারোগার বাড়ির সামনে বাসা নং- এন/ই-০৯-এর বাসিন্দা আমির খানের ছেলে। তাদেরকে ঢাকা মিরপুর ভাষানটেক এলাকা হতে গত ২৭ নভেম্বর দুপুর ২টায় র‌্যাব গ্রেফতার করে। আসামীদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, আসামীদ্বয় খালিশপুর থানার মামলা নং- ১৯, তাং২০/১০/২০২৪খ্রিঃ,ধার১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড এর এজাহার নামীয় ১ ও ২ নং আসামী। আসামীদ্বয়ের সাজার বিবরণ হলো- যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ড। তারা খালিশপুর মুহসিন কলেজের মেধাবী ছাত্র হাসিবুর রহমান নিয়াজ হত্যার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। উল্লেখ্য, গত ২০২০ সালের ১৯ আগস্ট মাদক বিক্রির প্রতিবাদ করায় ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের মোড়ে দুর্বৃত্তদের হাতে খুন হয় কলেজ ছাত্র হাসিব। এ ঘটনায় নিহতের পিতা মিল শ্রমিক হাবিবুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত গত ২২ অক্টোবর ২১ আসামীর যাবজ্জীবন সাজা দেয়। এ সময় গ্রেফতারকৃতরা আরিফ ও মুন্না আদালত চত্বর এলাকা থেকে পালিয়ে যায়। ঢাকা থেকে তাদেরকে গ্রেফতারের পর বৃহস্পতিবারই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে খালিশপুর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এছাড়া হাসিব হত্যা মামলায় পলাতক ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে তিনি জানান। এদিকে ২৫ নভেম্বর দুপুরে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে খালিশপুর থানা পুলিশ একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামীমোঃ ফাহিম ওরফে কালা ফাহিমকে (২১) গ্রেফতার করে। সে খালিশপুর ২৬নং হাউজিং নতুন কলোনীর বঙ্গবাসী এন/এইচ-৪৪-এর বাসিন্দা শাকিলের ছেলে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button