সন্ত্রাসী গোষ্ঠী (ইসকন) নিষিদ্ধের দাবিতে চুলকাটিতে বিক্ষোভ
চুলকাঠী প্রতিনিধি ঃ সন্ত্রাসী গোষ্ঠি ইসকন কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই-কে হত্যা ও মসজিদ ভাংচুর এর প্রতিবাদে এবং উগ্র জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে চুলকাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কতৃক আয়োজনে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ২ টার সময় তৌহিদী জনতা আয়োজনে চুলকাটি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মিছিলটি খুলনা-মোংলা মহাসড়ক প্রদক্ষিণ কওে চুলকাটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। রুহুল আমিন ফকির এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসময় বক্তব্যে রাখেন চুলকাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মওলানা মুফতি ফৈরদাউস আলম, বাগেরহাট জেলা বিএনপির যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, খুলনা আলিয়া কামিল মাদরাসা মুফাসসির মাওলানা মাহবুবুল ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামী, খানপুর ইউনিয়ন শাখা আমির বাকি বিল্লাহ এসময় বক্তব্যে বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানানো হয়। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালতের পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ চলাকালে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন এবং হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দাবি জানান।