জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলার নিন্দা ও প্রতিবাদ বিবৃতি
খবর বিজ্ঞপ্তিঃ জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ, এম,হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, সুভাষ সাহা, বরকত আলী, প্রকৌশলী আবদুল মালেক, হংস শুভ্র হালদার এক যৌথ বিবৃতিতে চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক সন্ত্রাসী হামলায় চট্টগ্রাম আদালত চত্বরে আইনজিবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই হত্যার ঘটনা সারা দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি ঘটানোর এক গভীর চক্রান্ত। নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গনঅভ্যুত্থানে ভারতের মদদপুষ্ট ফ্যাসিষ্ট হাসিনা সরকার উচ্ছেদ হওয়ার পরে সামরাজ্যবাদী ভারত অব্যাহতভাবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ও মন্দিরে হামলা নিয়ে মিথ্যা ও ভুয়া সংবাদ ছড়িয়ে দিয়ে দেশে সাম্প্রদায়িক শক্তিকে সক্রিয় করে চলেছে। ফ্যাসিষ্ট হাসিনা উচ্ছেদে বাংলাদেশের উপর ভারতের আধিপত্য উচ্ছেদ হওয়ায় ভারতীয় শাসকশ্রেণী অস্থির হয়ে পড়েছে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ভারত কর্তৃক ফ্যাসিষ্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং দেশের হিন্দু সম্প্রদায়ের একশ্রেণির মতলববাজ নেতাদের মাধ্যমে তৎপরতা চালাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, বিজেপি ” জয় শ্রীরাম ” শ্লোগান তুলে মতলববাজ হিন্দু সম্প্রদায়ের নেতারা এখন বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির পায়তারা চালাচ্ছে। ” জুলাই গনঅভ্যুত্থানের ” সকল গণতান্ত্রিক সংগঠন ও শক্তিসমুহকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক ভারতের চক্রান্ত চূর্ণ করে দেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে আসতে হবে। নেতৃবৃন্দ ভারতের সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির ফাঁদে পা না দিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ প্রয়াত আইনজীবী সাইফুল ইসলাম এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।