স্থানীয় সংবাদ
খুলনা সদর থানা যুব ইউনিয়নের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা সদর থানার কমিটির কাউন্সিল অধিবেশন ২৯ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১২টায় সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুব ইউনিয়ন সদর থানা আহ্বায়ক শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন প্রেসিডিয়াম সদস্য অ্যাড. নিত্যানন্দ ঢালী, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, জাতীয় পরিষদ সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা রামপ্রসাদ রায়, হরষিৎ ম-ল, উজ্জল বিশ্বাস, মিঠুন ম-ল, অনিকুজ্জামান অনিক, আকবর হোসেন প্রমুখ। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীকে সভাপতি ও হরষিৎ ম-লকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।