স্থানীয় সংবাদ
শহীদ হাদিস পার্কে বাসদের সমাবেশ সফল করার আহ্বান
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে ৩০ নভেম্বর বিকাল ৩টায় শহীদ হাদিস পার্কে বাসদ খুলনা জেলা কমিটির উদ্যোগে সমাবেশ এবং গণমিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এবং সভাপতিত্ব করবেন খুলনা জেলা কমিটির আহ্বায়ক কমরেড জনার্দন দত্ত নান্টু। সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাসদ খুলনা জেলা নেতৃবৃন্দ।