স্থানীয় সংবাদ

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে খুলনায় মানব বন্ধন ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন

# ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি #

খবর বিজ্ঞপ্তি ঃ ২৯ নভেম্বর ফিলিস্তিন দিবস উপলক্ষে সারা পৃথিবী ব্যাপী ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি জানিয়ে সভা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হচ্ছে। তার অংশ হিসেবে খুলনায় ২৯ নভেম্বর শুক্রবার খুলনা পিকসার প্যালেস মোড়ে বিকাল ৪টায় ফিলিস্তিন জনগণের মুক্তির সংগ্রামের পক্ষে আমরা এই ব্যানারে মানব বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি খুলনা জেলা কমিটির সভাপতি ডা. মনোজ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট নাগরিক নেতা এ্যাড. কুদরত ই খুদা, সিপিবি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক গাজী নওশের আলী, বাংলাদেশ জাসদের খুলনা মহানগর সভাপতি রফিকুল হক খোকন,গণসংহতি আন্দোলনের জেলা আহবায়ক মনির চৌধুরী সোহেল, শ্রমিক নেতা মোজাম্মেল হক খান, টিইউসির সভাপতি এইচ এম শাহাদাৎ, কৃষক সমিতি জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, শ্রমিক ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এ্যাড. নিত্যানন্দ ঢালী, শ্রমিক ফ্রান্টের নেত্রীদ কহিনুর আক্তার কনা, সাংস্কৃতিক কর্মী অধ্যাপক সঞ্জয় সাহা, নাগরিক নেতা এ্যাড. জাহাঙ্গীর সিদ্দিকী, শ্রমিক নেতা এস এম চন্দন, আইনজীবী ফ্রন্টের সন্জিত মন্ডল, যুব নেতা আফজাল হোসেন রাজু প্রমূখ। সভা পরিচালনা করেন বাসদের জেলা আহবায়ক জনার্দন দত্ত নান্টু। সমাবেশ শেষে মিছিল সহকারে শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে নিহত ফিলিস্তিন জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন ও নিরবতা পালন করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button