স্থানীয় সংবাদ

নগরীতে চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ও চোরাই মালামালসহ আটক ৩

সাইফুল্লাহ তারেক ঃ নগরীতে অভিযান চালিয়ে চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ও চোরাই মালামাল সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো খালিশপুর থানার কাশিপুরের মোঃ শওকত এর পুত্র মোঃ অহিদুল, একই এলাকার আজিজুল হক বাচ্চুর পুত্র মোঃ জহুরুল হক লিটন (৩৫), ও খানজাহান আলী থানার গাবতলা এলাকার জাহাঙ্গীর গোলদার এর পুত্র মোঃ আলামিন গোলদার (২৮)। খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার মোঃ আজহার আলী ও এস আই ইস্তিয়াক আহম্মেদ সঙ্গীয় ফোর্স নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে । এ সময় তাদের নিকট থেকে চোরাই কাজে ব্যবহৃত টাটা ডিআই পিকআপ, (রেজি নং-কুষ্টিয়া-ন-১১-০৩০৬) চোরাই ডিজেল ১টি ইলেকট্রিক মটর, ১টি ত্রিপল উদ্ধার করে পুলিশ। খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন জানান গত ২৮ নভেম্বর খানজাহান আলী থানার আটরা এলাকায় আঃ মালেকের পুত্র মোঃ ইউছুব এর কাভার্ড ভ্যানের ১টি ১২ ভোল্টের হ্যামকো ব্যাটারী, ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকে ২৫০ লিঃ তেল, ও অপর এক ট্রাকের ২টি ১২ ভোল্টের হ্যামকো ব্যাটারী, আটককৃতরা পরস্পর যোগসাজসে চুরি করে নিয়ে যায়। উক্ত চুরি কাজে টাটা ডিআই পিকআপ আটককৃত গাড়িটি ব্যবহার করে। এ ঘটনায় মোঃ ইউছুব নামে এক ব্যক্তি বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করে যার নং-০৫, তারিখ-২৯/১১/২০২৪। আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলজাহতে প্রেরন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button