স্থানীয় সংবাদ
শিরোমণি পূর্বপাড়া ফুটবল লীগ ২০২৪ নিলাম ক্লাব অনুষ্ঠিত
# শিরোমণি ইনজয় ক্রীয়া চক্র আয়োজিত #
স্টাফ রিপোর্টার ঃ শিরোমণি ইনজয় ক্রীয়া চক্র আয়োজিত শিরোমণি পূর্বপাড়া ফুটবল লীগ ২০২৪ নিলাম ক্লাব অডিটরিয়াম গতকাল রাত ৮ টায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শেখ ইফতেখায়রুল আলম বাপ্পি। এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সার্চ মানবাধিকার সোসাইটি খুলনা বিভাগীয় সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন , খানজাহান আলী থানা সার্চ মানবাধিকার সোসাইটির সভাপতি শেখ রবিউল ইসলাম, মো পলাশ মোহাম্মদ, সবুর, আসাদুল মুরাদ, রনি, জাবেদ কবির ,কুলু, দিদার, নাঈম, অনুষ্ঠানে ১৩ জন করে খেলোয়াড় ভাগ করে দেওয়া হয় এবং আগামী ৬ ডিসেম্ভর থেকে খেলা উদ্বোধন হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।