স্থানীয় সংবাদ

ফুলতলার রেল স্টেশনে ট্রেন স্টপেজের দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার ঃ ফুলতলা রেল স্টেশনে ট্রেন স্টপেজ এর দাবিতে শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসীর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা আঃ মজিদ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর তৌহিদুজ্জামান, উপ-পরিচালনক ড. এ এস এম রফিকুর রহমান, সিইডিপি প্রজেক্ট সমন্বয়ক ড. আনোয়ার হোসেন, স্কুল পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান বাবু, শিল্পপতি মোঃ মনিরুজ্জামান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ। শিক্ষক সেলিম সরদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল আলিম মোল্যা, বিএনপি নেতা জামাল হোসেন ভুঁইয়া, মশিউর রহমান বিপ্লব, প্রফুল্ল চক্রবর্তী, মোঃ আসলাম হোসেন ভুঁইয়া, কমিটির আহবায়ক মোঃ ইকতিয়ার উদ্দিন, প্রভাষক মুহাম্মদ অহিদুজ্জামান, মোঃ সিরাজুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক নাসির উদ্দিন ফারাজি, আবুল হোসেন মোড়ল, এ্যাড. কালিপদ দাস, নওশের গাজী, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, অধ্যাপক সুব্রত কুমার বিশ^াস, মাজহারুল ইসলাম, নূর মাসুম, শ্রমিক নেতা ইদ্রিস আলী সরদার, ইউপি সদস্য ডালিয়া বেগম, শামীম সরদার, রায়হান সরদার, ছাত্রদল নেতা ফয়সাল শেখ, বৈষম্যবিরোধী ছাত্রনেতা নেতা খান জি¦লানী রুহুল কুদ্দুস লস্কর, মোঃ আকতার সরদার, শেখ আলাউদ্দিন প্রমুখ। সভায় এলাকাবাসির দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি যুগ্ম সচিব মোঃ নুরুজ্জামান বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে ফুলতলা রেলস্টেশনে রেল স্টপেজ স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য আশ^াস প্রদান করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button