দৌলতপুরে প্রার্থী ফয়েজ খাঁন’র নির্বাচনী প্রচারণা

স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-১১৫৫)’র ত্রি-বার্ষিক সাধারন নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে জায়নামাজ মার্কায় প্রতিদন্দ্বীতা করেছেন শেখ ফয়েজ খাঁন। তিনি শনিবার (৩০ নভেম্বর) বিকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দৌলতপুরস্থ পালপাড়া এলাকায় শ্রমিক ভাইদের খোঁজ খবর নেন, কুশলাদি বিনিময় করেন, শ্রমিক ভাইদের কাছে সমার্থন ও দোয়া প্রার্থনা করেন। এসময় তিনি শ্রমিকদের উদ্দেশে করে বলেন, শ্রমিকদের এগ্রিমেন্ট নিয়ে মালিক পক্ষের সাথে আলাপ করে সুযোগ সৃষ্টি করবো। শ্রমিক ভাইদের ন্যায্য মজুরি বৃদ্ধির জন্য কাজ করবো। যে সকল শ্রমিক কাজ করাকালীন সময়ে অক্ষম হয়ে যাবে তাদের হাউজ হতে স¤œানজনক ভাবে বিদায় দেওয়ার ব্যবস্থা গ্রহনের লক্ষে কাজ করবো। সমস্ত শ্রমিকদের সু-চিকিৎসা নিশ্চিত করতে কাজ করবো। শ্রমিকদের এককালীন মৃত্যুভাত নিশ্চিতে কাজ করবো। আমি আপনাদের সেবা করতে এসেছি। শ্রমিকদের পাশে, আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও পাশে থেকে কাজ করবো। এসময় তার সাথে তার সমার্থকবৃন্দ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।