স্থানীয় সংবাদ

খুলনা খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতির নিজ্স্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন সমিতির আহবায়ক এস এম আজিজুর রহমান স্বপন। তিনি বলেন, খুলনা খাদ্য পরিবহণ (সড়কপথ) ঠিকাদার সমিতি রেজিঃনং-কেএলএন-৯৩৬ এর বিগত নির্বাচিত কমিটির মেয়াদ ৩০ জানুয়ারী শেষ হয়ে যায়। মেয়াদ শেষে ১১ ফেব্রুয়ারি ত্রি-বার্ষিক নির্বাচন হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারনে নির্বাচন বন্ধ হয়ে যায়। নিষেধাজ্ঞার মেয়াদ ২৬ জুলাই শেষ হলে ১৯ আগস্ট সাধারণ সভার মাধ্যমে উক্ত সমিতির এডহক কমিটি গঠন করা হয়। মামলা থাকায় এডহক কমিটি নির্বাচন সম্পন্ন করতে না পারায় মেয়াদ শেষে আবারও সাধারণ সভার দুই তৃতীয়াংশ সদস্যর সম্মতিতে চলতি এডহক কমিটির মেয়াদ আগামী নির্বাচন পর্যন্ত অনুমোদন করা হয়। ইতিমধ্যে বিগত কমিটির সাধারন সম্পাদক শ্রম আদালতে একটি মামলা দায়ের করায়, শ্রম আদালত মামলার রায়ে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম বন্ধ রেখে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু বিগত সাধারণ সম্পাদক কে, এম রেজাউল আলম পিতা- খান মোঃ রুবায়েত পিতা-কে, এম, রেজাউল আলম, ঠিকানা-খান ভাই লজ, যশোর রোড, দৌলতপুর, খুলনা ও শেখ হারুন-অর-রশিদ, পিতা- মৃত আব্দুর রউফ, ঠিকানা-বাড়ী নাম- জননী, রোড নং-১৯,প্লট নং-ডি/২, আবাসিক এলাকা, খালিশপুর, খুলনা সহ আরো ৭/৮ জন কে নিয়ে আদালতের রায় অমান্য করে অফিসের দেওয়ালে থাকা এডহক কমিটির অনার বোর্ড সরিয়ে অফিস দখল করার অপচেষ্টা করে।আহবায়ক এস,এম, আজিজুর রহমান স্বপনসহ আমরা তার এহেন কার্যকলাপের তীব্র নিন্দা আাপন করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button