স্থানীয় সংবাদ

খালিশপুরের কৃতি সন্তান বাবুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরের মেধাবী কৃতি সন্তান ফিরোজ হোসেন বাবুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি আয়োজন করা হয়েছে। ১ ডিসেম্বর সকাল ১১ টায় খুলনা নিউজপ্রিন্ট মিল গেটে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসুচিতে বক্তারা বলেন, খালিশপুরের কৃতি সন্তান হাউজিং স্টেট এন- ৩৮ নিবাসী মৃত : মোহাম্মাদ আলী হোসেন ও মৃত মিনু পারভীনের ছেলে ফিরোজ হোসেন বাবু গত ২৮ নভেম্বর রাত ৩ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ দিকে মানববন্ধনে ফিরোজ হোসেন বাবুর ছোট বোন মোসাম্মাদ জুলিয়া আক্তার ববি বলেন, আমার মা মিনু রহমান মারা যাওয়ার পর বাবা মোহাম্মাদ আলী হোসেন দ্ধিতীয় বিয়ে করেন। এরপর থেকে সৎ মা আনজিরা বেগম আমার ভাই ফিরোজ হোসেনকে বিভিন্ন সময় মারধর করতেন। বাসায় খেতে দিতেন না। প্রায় ঘরে আটকে রেখে নির্যাতন করতেন। নির্যাতনের ফলে তিনি মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়েন। গত ২১/২২ তারিখ আমার ভাইকে ঘরে আটকে রেখে মুখ বেধে শারীরিক ভাবে নির্যাতন চালায় সৎ মা, সৎ খালা নাজিরা বেগম, রাবেয়া খাতুন, সৎ মা আনজিরা বেগমের পুর্বের ঘরের সন্তান ও পালক ছেলে পরিচয় দানকারী মোহাম্মাদ সেলিম। প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি ঘটনার দিন অনেক মারধর করা হয়। এরপরে প্রতিবেশীদের সহায়তায় আমার ভাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আমার ভাইয়ের শরিরে আঘাতের চিহ্ন দেখে ডাক্তার পুলিশে হস্তান্তর করেন। ওই দিন রাত ৩ টার দিকে আমার ভাই ফিরোজ মারা যান। আমার মা,বাবা নেই আমরা এতিম। এ সময় ববি এলাকাবাসীকে অনুরোধ করে বলেন, আপনারা আমার ভাই,মুরব্বি,চাচা। আমার ভাই ফিরোজ হত্যার ব্যাপারে সকলে সহযোগিতা করবেন। যারা এই হত্যাকান্ড চালিয়েছে তাদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানাচ্ছি। এ সময় মানববন্ধন বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মো: শাওন, মো: শামিমুর রহমান শামীম, মো: মাসুদুর রহমান বিপ্লব,মো: জাকির হোসেন, মো: লিটন, মো: সজল, মো: রফিক হোসেন, মো: সেন্টু, প্রিন্স, মো: ফারুক হোসেন, জুয়েল, মো: কামাল হোসেন, শারমিন, রাজু, হাবিব, রহমান তপন, মুস্তাইন,করিম, সগির, আওয়াল,মজিবর নজরুল মাহাবুব, সাজেদ, শাহিন, রিপন, চয়ন, বেল্লাল প্রমুখ। এ সময় বক্তারা কঠোর হুশিয়ারি উচ্চারন করে বলেন, ফিরোজ হোসেন বাবুকে পরিকল্পিত ভাবে সৎ মা ও তার আত্মীয়রা নির্যাতন চালিয়ে হত্যা করেছে। তারা মানববন্ধনে উপস্থিত বিভিন্ন গোয়েন্দাসহ যৌথ বাহিনী,র‌্যাব, ডিবিসহ আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান,মৃত ফিরোজের বোন থানায় ৪ জনকে আসামিসহ অজ্ঞাত নামা আরো কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং- ১. তারিখ: ১/১২/২৪। এদিকে নিহত ফিরোজের মামলার আসামিদের গ্রেফতারের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমাদের ডিপার্টমেন্টের উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button