স্থানীয় সংবাদ
খানজাহান আলী থানা নিসচার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ঃ নিরাপদ সড়ক চাই ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে ১ ডিসেম্বর সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি খুলনা – যশোর মহাসড়কের শিরোমণির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিসচার অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শেষে নিসচার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর সভাপতি শেখ আব্দুস সালাম। সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন মিনা মুরাদ হোসেন, শেখ আসলাম হোসেন, মোহাম্মদ ফরহাদ হোসেন, এস এম ইলিয়াস হোসেন, শেখ শাহজাহান, শেখ রানা, খান হুমায়ুন, ইকরাম শেখ, মোঃ মোস্তফা, আরিয়ান মোল্লা, আবুল কাশেম, রেজাউল, মুরাদ হোসেন প্রমুখ।