স্থানীয় সংবাদ
সাংবাদিক তইয়েব মুনশী’র বইয়ের মোড়ক উন্মোচন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার এনটিভির সাংবাদিক তাইয়েব মুনশী’র লেখা “ দ্য লাইন অফ ফায়ার : হোয়াইট কালার ক্রিমিনাল: অপরাধী ভিআইপি, সত্য কারাগারে “ বইয়ের মোড়ক উন্মোচন করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। রবিবার কারওয়ান বাজারস্থ দৈনিক আমার দেশ কার্ষালয়ে তিনি এই মোড়ক উন্মোচন করেন। এই সময় দৈনিক আমার দেশ নির্বাহী সম্পাদক আবদাল আহমেদ, বার্তা সম্পাদক জাহিদুর রহমান, খুলনার নাগরিক নেতা হুমায়ুন কবীর বাবুল প্রমুখরা উপস্থিত ছিলেন। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এসময় বলেন বিগত ফ্যাসিবাদ হাসিনা সরকারের অনিয়ম, আর মিথ্যা ডিজিটাল মামলায় সাংবাদিক তাইয়েব মুন্সীর মত বহু নিরিহ মানুষকে নির্যাতন করা হয়েছে। তারই খন্ড চিত্র নিয়ে প্রকাশিত এই বইয়ের সফলতা কামনা করেন। বিগত পনের বছরের অনিয়ম আর দুর্নীতির কাহিনী নিয়ে সাংবাদিকদের সংবাদ প্রকাশ করার কথা বলেন।