বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রূপসার ইয়াসিনের বাড়িতে ইউএনও

# স্থায়ী মাথাগোঁজার ঠাঁই সহ সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি #
রূপসা প্রতিনিধি ঃ রূপসায় ছাত্র আন্দোলনে নিহত ইয়াসিনের পরিবারের পাশে দাঁড়ালেন রূপসা উপজেলা প্রশাসন। জুলাই -আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত রূপসার ইয়াসিনের বাড়িতে গেলেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে গত ২৮ নভেম্বর স্মরণ সভায় নিহত ইয়াসিন এর মা তার পরিবারের অসহায়ত্বের কথা বলেন। এ সময় তিনি তার একটি স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দেওয়ার দাবি করেন। তারই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু ইয়াসিনের মায়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নির্বাহী অফিসার নিহত ইয়াসিনের মায়ের ভাড়াবাড়িতে সরেজমিনে পরিদর্শন করতে আসেন। এ সময় অসহায় পরিবারটিকে মাথা গোঁজার ঠাঁই হিসেবে ঘর দেওয়ার ব্যবস্থাসহ তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন তিনি। গত ১ ডিসেম্বর বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসার কাস্টমঘাটস্থ ইয়াসিন মায়ের ভাড়ার বাসায় গিয়ে এই আশ্বাস দেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর প্রতিনিধি শহিদুল আলম জিহাদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের তামিম হাসান লিওন, মোঃ আনিছুর রহমান, কমার্স কলেজের তরিকুল ইসলাম, ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মোঃ আঃ জলিল শিকদার, উপজেলা পরিষদের সিএ রাজীব হাসান মুন্না।