স্থানীয় সংবাদ

প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করতে সকলকে আন্তরিক হতে হবে ঃবিভাগীয় স্বাস্থ্য পরিচালক

দাকোপ প্রতিনিধি ঃ প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করতে সকলকে আন্তরিক হতে হবে এ কথা উল্লেখ করে খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ বলছেন, প্রতিটি শ্রেণী পেশার মানুষের মৌলিক অধিকার সঠিক চিকিৎসা সেবা পাওয়া। তাই সকলকে আতœনিয়োগের মাধ্যমে এই স্বাস্থ্য সেবা মানুষের দোর গড়ায় পৌঁছিয়ে দিতে হবে। আমাদের আগেই উচিৎ ছিল দরিদ্র মানুষকে হেলথ কার্ড প্রদান করা কিন্তু সেটা করা হয়নি। দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন ২০১৪ সাল থেকে শুরু হয়েও এখনো শেষ হয়নি। আশাকরছি এটা অতিস্বত্তর শুরু করা হবে। এখন ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি চিকিৎসককে কাজ করতে হবে, যাতে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী আর মৃত্যুর পথযাত্রী না হন। তিনি বলেন, সরকার প্রতি বছর নানা জটিল রোগের ওষুধ সরবরাহের পাশাপাশি রোগ সনাক্তে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে আপনাদের জটিল রোগ নির্ণয় ও তা সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন। এ স্বাস্থ্য কমপ্লেক্সটি আপনাদের সম্পদ, এটাকে সুরক্ষা রাখার দায়িত্ব আপনার আমার সকলের। তিনি সোমবার বেলা ১১টায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট ইওসি ভবনের সম্প্রসারণ এবং আধুনিকীরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত ভবনের সেমিনার কক্ষে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারি পরিচালক (স্বাস্থ্য) এর ডাঃ অর্পনা বিশ^াস, খুলনার সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম, উপ-পরিচালক (স্বাস্থ্য) এর ডাঃ মোঃ মুজিবুর রহমান, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button