খালিশপুরে কেসিসির ফুটপাত দখলমুক্ত অভিযান ঃ ৬ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে সোমবার নগরীতে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় দখলদারদের নগদ ৬ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর খালিশপুর থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় অর্ধশত স্থাপনা অপসারণ করা হয় বলে অভিযানে অংশ নেয়া সদস্যরা জানান। কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অবৈধ দখল অপসারণকালে চরেরহাট মেইন রোডে সড়কের উপর নির্মাণ সামগ্রী রাখার অপরাধে কাজী মনিরুজ্জামানকে ২ হাজার টাকা, বিআইডিসি রোডে জ¦ালানী কাঠ রাখার অপরাধে ইমন শিকদারকে ২ হাজার ৫’শ টাকা এবং সড়কের উপর মটর সাইকেল মেরামত করার অপরাধে রফিকুল ইসলামকে ১ হাজার ৫’শ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে চরেরহাট, আলমনগর ও পিপলস গোলচত্বর এলাকার অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি ও খালিশপুর থানার পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। অভিযানে ১১নং ওয়ার্ডের ১৬নং সড়কের গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারনেল জন্য ২৪ ঘন্টা সময় বেধে দেয়া হয়। একই সাথে বিআইডিসি রোডের পিপলসগেট থেকে নতুন রাস্তা পর্যন্ত ফুটপাত দখলদারদের ২৪ ঘন্টা সময় বেধে দেয়া হয় বলে গাজী সালাউদ্দীন জানান। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।